ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শত্রুতামূলক এক কৃষকের ফলন্ত টমেটো গাছের গোড়া কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে পঞ্চু বিলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক সুব্রত কুমার গাইন থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, কৃষক সুব্রত গাইনের বাড়ির পাশে ২ বিঘা জমির উপর একটি মাছের ঘের রয়েছে। ঘেরের আইলের উপর টমেটোর চাষ করেছেন তিনি। সবেমাত্র পাকা শুরু হয়েছে। প্রতিটি গাছে ৫ থেকে ৭ কেজি টমেটো ফলন ধরেছে। বুধবার রাতের কোন এক সময় শত্রুতামূলক ১৭’শ গাছের মধ্যে দুই শতাধিক ফলন্ত টমেটো গাছ কেটে ক্ষতিসাধন করা হয়। এতে তার ১ লাখ ২০ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে।
কৃষক সুব্রত গাইন জানান, জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে তাদের শত্রুতা তৈরি হয়েছে। তারই জেরে একের পর এক ক্ষতি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়া গত ৬ মাস আগে ঘরের মধ্য থেকে একটি ল্যাবটপ চুরি করে কে-বা-কারা পুকুরের পানিতে ফেলে দেয়। ৩ মাস আগে তাদের একটি মাছের ঘেরে বিষ দিয়ে ক্ষতিসাধান করা হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কিঞ্জয় মন্ডল জানান, পরিবারটির উপর একটি গ্রুপ শত্রুতামুলক একের পর এক ক্ষতি করে আসছে। মানুষের সাথে শত্রুতার জেরে ফলন্ত সবজি ক্ষেত নষ্ট করা খুবই দুঃখনজক।
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।