ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় উপজেলা স্বাধীনতা চত্বরে নান্দনিক ও দৃষ্টিনন্দন উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসক বলেছেন, “উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পর্যায়ের যে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হয়েছে, আশাকরি উপজেলা সকল জনণের কাছে একটি সুন্দর স্থাপনা হয়ে থাকবে এবং শহীদ মিনারের যে ভাবগাম্ভীর্য এখানে রক্ষা পাবে। আগামী ২১ শে ফেব্রুয়ারী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এটিকে যথাযোগ্য মর্যাদা দেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।” ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে ডুমুরিয়া উপজেলা পরিষদ শহীদ মিনার প্রকল্প’র আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ৩০ লাখ টাকা ব্যয়ে নান্দনিক নকশায় এই শহীদ মিনার নির্মাণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ডুমুরিয়া সহকারী কমিশার (ভুমি) আমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানাসহ সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।