প্রেসবিজ্ঞপ্তি: দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় শপথের মধ্য দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত স্থানীয় পর্যায়ের দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা। বৃহস্পতিবার সকালে সদরের রাজারহাট এলাকার আরআরএফ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সদর উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি স্বাস্থ্যকেন্দ্র ও একটি ভূমি অফিসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করা প্রায় দেড় শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং টিআইবি প্রণীত দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য লাকী রানী কাপুড়িয়া। সভায় সভাপতিত্ব করেন সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। বক্তব্য দেন সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার কমা, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সুরাইয়া শরীফ, অধ্যক্ষ শাহিন ইকবাল ও ইয়েস লিডার ওসমান গণি। টিআইবি খুলনা ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর ফিরোজ উদ্দিন বলেন, “দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় পর্যায়ের নাগরিকদের এই ঐক্যই স্বচ্ছ সমাজ গঠনের মূল শক্তি।” এরিয়া কো-অর্ডিনেটর আব্দুল হালিম পাওয়ার পয়েন্টে ২০২৫ সালের কার্যক্রম উপস্থাপন করেন। সভা শেষে ইয়েস সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুর্নীতিবিরোধী বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইয়েস সদস্য ফামিহা খান চৌধুরী, ইফতেখার মাহমুদ লাবিব ও সনাক সদস্য মামুনুর রশিদ।