কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন। গণসংযোগ কালে তিনি এলাকাবাসীর সাথে কুশলবিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময়ে তিনি এলাকাবাসীর বক্তব্য ধৈর্য্যের সাথে মনোযোগ দিয়ে শ্রবণ করেন। তিনি এলাকা বাসীকে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি ধানের শীষ প্রতীকে বিজয়ের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ধানের শীষের কান্ডারী তারেক জিয়াকে উপহার দেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে স্থানীয় সমস্যা সমাধান করা হবে। গণসংযোগ কালে তার সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, হাসানপুর ইউনিয়ন বিএনপির নেতা মাহবুবুর রহমান মল্লিক প্রমুখ।