নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : কোটচাঁদপুর থেকে আমির হামজার ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে কাটাখালি পুলিশ বক্সের সামনে ডাকাতির কবলে পড়েছে। ডাকাতরা রাস্তায় গাছ ফেলে মোবাইল ফোন, নগদ টাকা লুট করে নিয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে মহেশপুর কোটচাঁদপুর সড়কের কাটাখালি পুলিশ বক্সের সামনে।
ডাকাতির কবলে পড়া মেহেদী হাসান জানান, রাত ১১ টার দিকে কোটচাঁদপুর থেকে আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটর সাইকেল যোগে মোস্তফা ও আরিফুলকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে কাটাখালি পুলিশ বক্সের সামনে রাস্তার উপর গাছ ফেলা দেখতে পায়। পরে ৩/৪ জন ডাকাত আমাদের ঘিরে ফেলে। এ সময় তারা আমাদের কাছে থাকা ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি আরো জানান, একই স্থানে দুটি ট্রাক থেকে নগদ টাকা ও মোবাইল ফোট লুট করা হয়েছে।
পরে সংবাদ পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ডাকাতদলের ফেলে রাখা গাছটি সরিয়ে ফেলে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, কারা এ ঘটনাটি ঘটিয়েছে।