নিজস্ব প্রতিবেদক: যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ ও যুবলীগের তিনজনকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, যশোর ঘোপ জেল রোড এলাকার আব্দুল জব্বারের ছেলে রিমন হোসেন, সদরের দেয়াড়া গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আনোয়ার, পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামের মৃত মুন্সী আফসার উদ্দিনের বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রউফ।
পুলিশ সুত্রে জানা গেছে, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আনোয়ারকে শুক্রবার রাতে এড়েন্দা গ্রাম থেকে আটক করা হয়। এদিকে, বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রউফকে পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে আটক করা হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা এবং যুবলীগ-ছাত্রলীগের সাম্প্রতিক মিছিলে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
যুবলীগের মিছিল অংশগ্রহণকারী হিসেবে জড়িত সন্দেহে রিমন হোসেনকে আটক করেছে পুলিশ। রিমন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হাজী আলমগীর কবির সুমনের ঘনিষ্ঠ অনুসারী। আটক তিনজনকে শনিবার নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরের আলাদা মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।