কেশবপুর প্রতিনিধি : কেশবপুর গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গৌরীঘোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি মেম্বার মোঃ মনিরুল ইসলাম মনু’র বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার গৌরীঘোনা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুল ইসলাম মনু’র বাড়িতে এই উঠান বৈঠকে শ্রাবণের উপস্থিতি টের পেয়ে উঠান বৈঠকটি জনসভায় পরিণত হয়ে উঠে। এসময়ে তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার অমেদ আলী, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম খলিলুর রহমান, ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা বাবর আলী, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি রুবেল হোসেন, উপজেলা বিএনপির নেতা শাহাবুদ্দীন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল প্রমুখ।