খুলনা প্রতিনিধি: ‘সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চ শিক্ষায় জাপান গমন’ শীর্ষক এক মতবিনিময় সভা ১৫ নভেম্বর (শনিবার) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা প্রশাসন ও খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আশরাফ হোসেন। তিনি বিদেশগমন-প্রত্যাশীদের কারিগরি দক্ষতা, বিদেশি ভাষা শিক্ষা এবং নিরাপদ অভিবাসন বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা টিটিসির অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। তিনি টিটিসির আওতায় পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম ও প্রতিষ্ঠানটির পথচলার নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন খুলনা টিটিসির ইন্সট্রাক্টর (কম্পিউটার) উম্মে হাবিবা ইসলাম।
মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, খুলনা টিটিসির কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।