মাগুরা প্রতিনিধি: মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণা চলাকালে মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে মহম্মদপুরের আউনাড়া মোড় থেকে ধোয়াইল বাজার পর্যন্ত এবং কানুটিয়া বাজার এলাকায় (২ কিমি) রাস্তা অবরোধ করে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করে নেতাকর্মীরা।
অপরদিকে, বিএনপির সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে রোববার দুপুরে সীমাখালি বাজার থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বুনাগাতি ডিগ্রী কলেজ মাঠে বক্তব্য প্রদানকালে কাজী সালিমুল হক কামাল মাগুরা-২ আসনের জনগণের ভালোবাসা পেয়ে আনন্দিত জানিয়ে বলেন, একটি দলের সাংগঠনিক শক্তি হলো তৃণমূলের সংগঠন। যেখানে মাগুরা ২ আসনে ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছে ৫১৩ জন। ৩ নভেম্বর যাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে তার বিরুদ্ধে ৫০১ জন তৃণমূল নেতাকর্মী লিখিত ভাবে দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানিয়েছে। এদিকে তার সমর্থক সাবেক শালিখা উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেন টুকু বলেন, আমি আশাকরি দল তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে দলীয় মনোনয়ন পরিবর্তন করবেন। যদি মনোনয়ন পরিবর্তন না করে তাহলে কাজী কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। তিনি আরো বলেন, আজ প্রায় ৫ হাজার মোটরসাইকেলে ও কয়েক হাজার নেতাকর্মী শোডাউনে অংশ নেয় যা মনোনয়ন পরিবর্তনের বিরাট এক প্রতিবাদ।