বারোবাজার প্রতিনিধি: বারোবাজার কলেজের অধ্যক্ষ ইয়ামিনুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটির সভাপতি সাদিয়া সুলতানা জ্বীম এবং সাধারণ সম্পাদক সাজিদ হাসান সুজনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ ইয়ামিনুর রহমান কমিটির প্রতি তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনে সফলতা ও সাফল্যের শুভকামনা জানান। এসময় উপস্থিত ছিলেন সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সিহাব আহমেদ, বারোবাজার কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স ফয়সাল, সহসভাপতি নাইম খান, এবং কর্মী মাহফুজ ও সাকিব সিনি।