খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারে স্মার্ট কার্ড ও বুক রিটার্ন স্টেশন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ফিতা কেটে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) ড. তারেক বিন সালাম ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে ’২৩ ব্যাচের ৬৫১ জন শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করে তাদের লাইব্রেরি স্মার্ট কার্ড প্রস্তুত ও বিতরণ করা হয়েছে; পর্যায়ক্রমে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদেরও প্রদান করা হবে। শিক্ষকদের স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। ভবিষ্যতে কর্মকর্তা ও কর্মচারীদের নিকটেও স্মার্ট কার্ড বিতরণ করা হবে।