নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রার্থী পরিবর্তন দাবি জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ‘তারুণ্যের সমাবেশে’ এ দাবি জানানো হয়। এসময় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ওস যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। ঝিকরগাছা উপজেলা যুবদলের আহŸায়ক মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক সহসভপতি এ্যাড: মো: ইসহক, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: ইমরান সামাদ নিপুন ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা ছাত্রদলের আহŸায়ক আশরাফুল আলম রানা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মিজানুর রহমান খান বলেন, আমি বিগত ১৭-১৮ বছর এ আসনের মানুষের সুখে-দুখে পাশে থেকেছি। তাদের চিকিৎসা, পারিবারিক সাহায্যে সহযোগিতা করেছি। কেউ হামলা মামলায় শিকার হলে সবার আগে ছুটে গেছি। ফলে আমি বুঝি এই জনপদের সাধারণ মানুষ কি চাই। আল্লাহ যদি সহায় হন এ জনপদের মানুষকে আমি সব ধরণে সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ।’