Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পোল্ট্রি ব্যবসায়ী আবু বক্কার হত্যায় দম্পতির বিরুদ্ধে চার্জশিট

এখন সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর , ২০২৫, ০৬:২৯:০১ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের ফরিদপুর গ্রামের পোল্ট্রি মুরগী ব্যবসায়ী আবু বক্কার হত্যা মামলায় দম্পতিকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম। অভিযুক্ত আসামিরা হলো, ফরিদপুর গ্রামের নির্মল কুমার সরকার ও তার স্ত্রী স্বরসতী সরকার।

মামলার অভিযোগে জানা গেছে, আবু বক্কার বাড়িতে পোল্ট্রি মুরগীর চাষ করতেন। গত মে মাসে আসামিরা তার কাছ থেকে ৯শ’ টাকার তিনটি মুরগী বাকিতে ক্রয় করেন। বাকি টাকা চাইতে গেলে আসামিরা না দিয়ে ঘোরাতে থাকে। গত ২২ জুলাই আবু বক্কার আসামিদের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আসামিরা আবু বক্কারকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আহত আবু বক্কারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রকি কবিরাজ বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দম্পতিকে আটক দেখানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)