এম আলমগীর,ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় বোধখানা বাঁওড় থেকে চোরাই মাছসহ নৌকা ও মাছধরা জাল জব্দ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা বাওড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ চুরির সাথে জড়িত চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়। বাওড় এজারাদার জাহিদ হাসান জানান, বাওড় পাড়ের ঘেরমালিক খ্যাত স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র নিজেদের নৌকা ও জাল ব্যবহার করে গভীর রাতে বাঁওড় থেকে মাছ চুরি করে মর্মে জানতে পারেন। ফলে সম্প্রতি বাঁওড়ের গার্ডদের সতর্ক রাখেন। এদিন ভোরে বাঁওড়ের গার্ডরা জানতে পারে মাছ চুরি হচ্ছে। পরে গার্ডরা একত্রিত হয়ে চোরচক্রকে ধাওয়া দেয়। এ সময় চোরাইকৃত মাছ, নৌকা ও জাল ফেলে রেখে চোরচক্র পালিয়ে যায়। পরে বাঁওড়ের গার্ডরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ বাঁওড় থেকে চোরাইকৃত মাছ, নৌকা ও জাল জব্দ করে। জানতে চাইলে ঘটনাস্থল থেকে মালামাল জব্দ করা থানার কর্তব্যরত এসআই সোবহান বলেন, জব্দকৃত মালামাল থানা হেফাজতে আছে এবং মামলার প্রক্রিয়া চলছে।