মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রাক্তন সেনাদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। প্রাক্তন সৈনিক সংস্থা মাগুরা শাখা দিবসটি পালন উপলক্ষে মাগুরা নোমানী ময়দানে শুক্রবার সকালে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত সার্জেন্ট অ্যাডভোকেট রেজাউল করীম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল গফফার। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অনারারী ক্যাপ্টেন খলিরুর রহমান, মাস্টার চীফ পেটি অফিসার লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবদুল মান্নান, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আতিয়ার রহমান, মিজানুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে অবসর জীবনে নানান সমস্যা তুলে ধরে সমস্যা নিরুপন করে সমাধানের জন্য সেনা বাহিনীর কর্মকর্তাদের নিকট আহবান জানান। সভায় মাগুরা জেলার শতাধিক অবসরপ্রাপ্ত সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।