ফুলতলা (খুলনা) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তরুণরাই আগামী নির্বাচনে সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করবে। প্রায় ১৩ কোটি ভোটারের সাড়ে ৪ কোটি তরুণ ভোটার। তাদের ভোটে নির্বাচিত হবে আগামীর সরকার। সুতরাং তরুণদের পালস্ বুঝে সবাইকে রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, এই তরুণরাই ফ্যাসিবাদি সরকারকে হটিয়ে আমাদের নতুন করে মুক্তি এনে দিয়েছে। তাই যারা তরুণদের চাওয়া বুঝতে ব্যর্থ হবে তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। জামায়াত এই জেনজি’র আকাক্সক্ষাকে সামনে রেখে রাজনীতি করতে চায়। আমরা ন্যায় ও ইনসাফের একটা কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই যেখানে শিশু, কিশোর থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ, নারী পুরুষসহ সকল শ্রেণী পেশার মানুষের চাহিদা পূরণ হবে যেখানে চাঁদার জন্য আর কাউকে জীবন দিতে হবেনা, বেকারত্বের অভিশাপ নিয়ে আর কাউকে আত্মহত্যা করতে হবেনা। তাই আগামী নির্বাচনে আপনারা দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কাঙ্খিত রাষ্ট্র গড়তে সাহায্য করুন। শনিবার সন্ধ্যায় খুলনার ফুলতলা উপজেলার পৃথক দুটি ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় ফুলতলা ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠে ভোট সেন্টার পরিচালক জুলহাস মোল্যা এবং রাত সাড়ে ৭টায় পরে দামোদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা।
গাজী আল আমিন ও সরদার আ. হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, শেখ আলাউদ্দিন, মাওলানা জুবায়ের হোসেন ফাহাদ, শাহজাহান মোল্যা, দামোদর ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুর রহমান, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি আ. রহিম খাঁন, সেক্রেটারী মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া দামোদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া ইউনিটের নির্বাচনী অফিস উদ্বোধন করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এদিকে সকাল ১০ টায় আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক মহিলা ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শাহাদাত হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খানজাহান আলী থানা জামায়াতের আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, ফরহাদ হোসেন প্রমুখ।