Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় মাটি খুঁড়ে পিস্তল উদ্ধার

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ০৬:৫৭:২৯ পিএম

 

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় মাটি খুঁড়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (২৪ নভেম্বর) বিকেলে পৌর শহরের বাকপাড়া এলাকার হিন্দুপাড়া থেকে এ পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, হিন্দুপাড়ার কেষ্ট পালের বাড়ি থেকে এ পিস্তল উদ্ধার করা হয়।

 কেষ্ট হিন্দুপাড়ার মৃত উপেন পালের ছেলে। সম্প্রতি কেষ্ট পাল তার পৈত্রিক বসত বাড়িতে পুরাতন ঘর ভেঙে নতুন বাড়ি করার কাজ করছেন। ঘটনার দিন লেবাররা মাটি খুঁড়ার কাজ করছিলেন। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় ১টি  পিস্তল দেখতে  পায়। পরে পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনা ঘটনা স্থলে পৌঁছে পরিত্যক্ত একটি বিদেশি পিস্তলটি উদ্ধার করেন।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,  পিস্তলটি মরিচায় নষ্ট হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)