বাগেরহাট প্রতিনিধি : প্রেসক্লাব সদস্যদের সাথে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বৃহস্পতিবার রাতে এক মতবিনিময় সভা করেন । প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান ।
বক্তৃতা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি এ বি এম মোর্শারফ হুসাইন, সাবেক সভাপতি অ্যাড. শাহ আলম টুকু, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহা, আহসানুল করিম, বাবুল সরদার, মোয়াজ্জেম হোসেন মজনু, মোল্লা মাসুদুল হক, ইয়ামিন আলী, সহকারী কমিশনার সৌরভ কুমার মন্ডল প্রমুখ । সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ তার সকল ভাল কাজে জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।
উল্লেখ্য গত ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে তিনি বাগেরহাটের ২৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। বিসিএস ২৮ ব্যাচের এই কর্মকর্তা এর আগে ফেনীর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) হিসাবে দায়ীত্ব পালন করেছেন । এছাড়া দেশের বিভিন্ন স্থানে সহকারি কমিশনার, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।