Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে লোহা চুরির অভিযোগে ভাঙড়ি ব্যবসায়ীসহ আটক ২

এখন সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর , ২০২৫, ১২:০৮:৪৬ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর মুড়লী বকচর এলাকার শাহীন ওয়েল্ডিং ওয়ার্কসপের লোহা চুরির অভিযোগে ভাঙড়ি ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মুড়লী খাঁ পাড়ার মৃত সোহরাব মল্লিকের ছেলে আব্দুর রহিম ও পিরোজপুরের কাউখালী উপজেলার চরবাসুড়ি গ্রামের ক্ষিতীশ চন্দ্র ঢালির ছেলে সুমন।
এই ঘটনায় শাহীন ওয়েল্ডিং ওয়ার্কসপের ম্যানেজার সিরাজুল ইসলাম তিনজনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, শাহীন ওয়েল্ডিং ওয়ার্কসপের সামনে বডি তৈরির জন্য একটি বাস রাখা ছিল। ৪৯ হাজার টাকার লোহার মালামাল কিনে দেয়া হয় ওয়ার্কসপ কর্তৃপক্ষকে। গত ২০ নভেম্বর রাত দশটার দিকে ওয়ার্কশপ তালা দিয়ে ম্যানেজার নৈশ প্রহরীকে বলে বাড়ি চলে যান। পরের দিন ওয়ার্কশপে এসে দেখেন কোন কর্মচারী আসেনি। ওয়ার্কশপের মধ্যে রাখা ওই লোহার মালামাল নেই। তিনি ঘটনাটি ওয়ার্কশপের মালিককে জানিয়ে আশপাশে খোঁজ খবর নেন। পরে দেখেন ওয়ার্কশপের পাশে ভাঙড়ি ব্যবসায়ী রহিমের দোকানে ওই মালামাল। রহিম জানান, ওই বাসের হেলপার আশা খাঁ ও সুমন তার কাছে কিছু মালামাল বিক্রি করেছে এবং কিছু মালামাল তারা নিয়ে গেছে। এ ঘটনায় ওয়ার্কসপের ম্যানেজার ভাঙড়ি ব্যবসায়ী আব্দুর রহিম, বাসের হেলপার আশা ও সুমনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ভাঙড়ি ব্যবসায়ী আব্দুর রহিম ও সুমনকে আটক করে। সোমবার তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)