Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হামিদপুর আল হেরা

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর , ২০২৫, ০২:১৬:৫০ এম

ক্রীড়া প্রতিবেদক : যশোর জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হামিদপুর আল হেরা কলেজ। শনিবারের ফাইনাল খেলায় তারা ৩-১ গোলের ব্যবধানে উপশহর কলেজকে পরাজিত করে।
শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ৬ মিনিটে তানভীর ইসলামের দেয়া গোলে উপশহর কলেজ ১-০ গোলে এগিয়ে যায়। শেষ হয় খেলার প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ঘুরে দাঁড়ায় হামিদপুর আল হেরা কলেজের খেলোয়াড়রা । ২৯ মিনিটে বাধন হোসেনের গোলে সমতায় ফেরে। এর চার মিনিট পর তানভীর হোসেনের দেয়া গোলে ২-১ এগিয়ে যায় হামিদপুর আল হেরা কলেজ। ৪৬ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে হামিদপুর আল হেরা কলেজের রাব্বির শট উপশহরের গোলরক্ষক দুই হাত ভেদ করে গোল পোষ্টের বল জালে জড়িয়ে যায় । ৩-১ গোলে এগিয়ে থাকে হামিদপুর আল হেরা কলেজ। খেলার বাকি সময় উপশহর কলেজের খেলোয়াড়রা গোল করতে পারেনি। ৩-১ গোলে ্এগিয়ে থাকা হামিদপুর আল হেরা কলেজ জয় নিয়ে মাঠ ছাড়ে।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের রাব্বি সরদার। একই দলের বাধন হোসেন বাপ্পী সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন। এছাড়া গোলরক্ষক ফয়সল আহম্মেদ হয়েছেন সেরা গোলরক্ষক।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোরের সিনিয়র
সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস । এ সময় উপস্থিত ছিলেন দুই কলেজের শিক্ষকবৃন্দ, সাবেক-বর্তমান ফুটবলার, খেলোয়াড়রা ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)