আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে আশাশুনি মুক্ত দিবস পালন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দিবস পালন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আলহাজ্ব মনসুর আহমেদ, সাবেক কমান্ডার আব্দুল হান্নান, পিআইও আমিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার দাশ, আইসিটি কর্মকর্তা ও বড়দল ইউপির প্রশাসক চেয়ারম্যান আক্তার ফারুক বিল্লাল, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ । এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।