শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোর-১ (শার্শা) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আশিক ইকবাল ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে নাভারণ বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
গণসংযোগকালে আশিক ইকবাল বলেন, দেশের তরুণ সমাজ জেগে উঠেছে জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নেতৃত্ব দিতে। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দিকনির্দেশনায় তরুণরা দেশের উন্নয়নের বার্তা নিয়ে দেশের সকল প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের মধ্যে থাকা সততা, দেশপ্রেম ও কর্মচাঞ্চল্যই আগামী বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তরুণ প্রজন্মই পারে রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে।”
তিনি শার্শাবাসীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিয়ে দেশ উন্নয়নের যাত্রায় তাকে সহযোগিতা করার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও মনিরামপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ.বি.এস আশিকুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন শান্ত, যশোর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান শান্ত, শার্শা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমান উল্লাহ আমান, সহ-সভাপতি তাজমুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ স্থানীয় নেতা অন্তর হোসেন, নাছিম, হৃদয়, মুরাদ হোসেন, হারুন-অর-রশিদ, রানা, হোসেন আলী প্রমুখ।