নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার বাংলাদেশ জমিয়াতুল মুদারেছীন মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মুদারেছীন যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মহাসিন আলী এবং উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, সহ-সভাপতি এ কে আজাদসহ বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আলেম-ওলামাবৃন্দ।