শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে শ্রী শ্রী হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আশ্রম প্রাঙ্গণে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
আশ্রমের পরিচালনা পর্ষদের সভাপতি তাপশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রার্থনা অনুষ্ঠানে পৌরহিত্য করেন আশ্রমের পূজারী মাধব দাশ বাবাজী মহারাজ। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করেন।
প্রার্থনার আগে বিএনপির রাষ্ট্র পরিচালনার ইতিহাস ও বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবাইকে প্রার্থনার অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ দাশ, সাধারণ সম্পাদক জয়দেব কুমার, পাটবাড়ী আশ্রম কমিটির সাধারণ সম্পাদক শুকুমার দেবনাথসহ উপজেলার ২৯টি পূজা মন্ডপের নেতা-কর্মী ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।