ডুমুরিয়া প্রতিনিধি : জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারী ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হবে। তবে একটা দল নিজেদেরকে বড় দল হিসেবে মনে করছে এবং ভোট কেটে বিজয়ের স্বপ্ন দেখছে। আমরা ওই বাংলাদেশ তো ২৪ আগস্টে বিদায় দিয়েছি। বাংলাদেশের মানুষ জুলুমবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। বুধবার দুপুরে সেনপাড়া মাদ্রাসায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সেক্রেটারী হারুন-অর-রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী মুন্সি মঈনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. আবু ইউসুফ মোল্লা, উপজেলা আমীর মাও. মুখতার হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি এ্যাডঃ আবুল খায়ের সরদার ও উপজেলা সনাতনী শাখার সেক্রেটারী অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল। আরো বক্তব্যদেন, সরদার আব্দুল ওয়াদুদ মাওঃ আজহারুল ইসলাম, সুব্রত মন্ডল, নারায়ন চন্দ্র রায়, অপূর্ব মন্ডল, মাওঃ আবু তাহের প্রমুখ। গোলাম পরওয়ার এর আগে আসাননগর গ্রামে গণসংযোগ করেন এবং মাদারতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সজিব রায়ের পরিবারের সাথে সমবেদনা ও আহত শিমুল মন্ডল, তনয় মন্ডল ও সাগর মন্ডলের চিকিৎসার খবর নেন এবং আর্থিক সহায়ত প্রদান করেন। বিকালে তিনি সাহস ইউনিয়নের নোয়াকাটি বাজারে জামায়াতের অফিস উদ্বোধন ও গনসংযোগ করেন এবং সন্ধ্যায় গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর সরকারি প্রাইমারী স্কুল মাঠে মাওলানা আব্দুর রশিদ আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদেন। সকাল ৭টায় তিনি শিরোমনী চিংড়িখালী মোড় থেকে ডাকাতিয়া পশ্চিমপাড়া পর্যন্ত পাকা রাস্তার কাজের উদ্বোধন শেষে চিত্তরঞ্জন গাইনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন।