নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের পল্লীতে শিশু ধর্ষক সোহাগকে দ্রুত আটক ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- সোহাগ ও তার পরিবারের লোকজন মামলা তুলে নিতে হুমকি-ধামকি দিচ্ছেন। এ অবস্থায় ওই পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে ধর্ষক সোহাগকে আটক ও বিচারের দাবি করেন বক্তারা।
এর আগে এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল করে এবং প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়।
উল্লেখ, ৩ ডিসেম্বর সকালে ওই শিশু সোহাদের দোকানে কেনাকাটা করতে গিয়েছিল। সোহাগ তাকে একা পেয়ে গোডাউনের ভিতর নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেছিল। এ ঘটনার পর থেকে সোহাগ পলাতক রয়েছে।