আব্দুল মতিন, মণিরামপুর (যশোর) : খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রায় অর্ধশত বছর পার করেছে মণিরামপুর উপজেলার শমসের বাগ দাখিল মাদ্রাসাটি। উপজেলার রাজগঞ্জ-কলারোয়া সড়কের পাশে মশ্বিমনগর ইউনিয়নে মাদ্রাসাটির অবস্থান। ১৯৭৬ সালে এলাকাবাসীর দানের ৭৫ শতক জমির উপর স্থাপিত হয় মাদ্রাসাটি। সেই থেকে অবকাঠামো তৈরিতে নেই কোন সরকারের অনুদান। এলাকাবাসীর সাহায্য-সহযোগীতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে ৪৯ বছরে পা রেখেছে মাদ্রাসাটি। এলাকার ধর্ম-প্রাণ মুসলমান ইসলামী জ্ঞান প্রচারের জন্য মাদ্রাসাটি তৈরি করা হয়। দীর্ঘ চেষ্টার পরও মাদ্রাসার উন্নয়নের জন্য সরকারের কোন অনুদান পাননি তারা। বিগত আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য চাঁদ একটি সরকারি ভবন করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।
যত্রতত্রভাবে ইটের গাথুনি উপর টিনের ছাউনী দিয়েই শুরু থেকে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে সেখানে। এলাকাবাসীর স্বপ্ন সরকারী একটি বহুতল ভবন নির্মানের। কিন্তু সে স্বপ্ন বাস্তবে রুপ নেয়নি কখনো। অবকাঠামো দৈন্যতার কারণে ভাল শিক্ষার্থী সেখানে ভর্তি হতে চান না মাদ্রাসাটিতে। শুধূ তাই নয়; শিক্ষকরাও পাঠদানে ভাল মনোযোগী হতে পারেন না। একারণে একটি ভাল ভবন নির্মানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সূধীমহল।
শমসের বাগ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শওকত আলী বলেন, একটি ভবন নির্মান হলে শিক্ষার অনূকুল পরিবেশ ফিরে আসবে। তখনই মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পাবে। বর্তমানে মাদ্রাসাটিতে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে পাঠদান কাযক্রম চলছে।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সরকারি একটি ভবন দাবী করে বলেন, সরকার যদি একটু সুদৃষ্টি দেন তবে এলাকায় দ্বীনি শিক্ষার প্রসার ঘটবে। তাছাড়া কাঙ্ক্ষিত শিক্ষার্থীও মিলবে।