প্রেসবিজ্ঞপ্তি : নাট্যকলা সংসদ যশোরে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দ্যোতনা সাহিত্য পরিষদ যশোরের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
সংগঠনের সম্পাদক কবি শাহরিয়ার সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক, কবি ও শিল্পী মোকাররম হোসেন। আলোচক ছিলেন কবি ও সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, কবি ও শিল্পী গাজী শহীদুল ইসলাম, কবি বকুল হক ও তারুণ্যের প্রতীক কবি সীমান্ত বসু প্রমুখ।
অনুষ্ঠানে কবি ও সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলমের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
সবশেষে কবি বকুল হকের সদ্য প্রয়াত স্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।