Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে দুই ভারতীয় নারীর কাছ থেকে ১৭ লাখ টাকা জব্দ

এখন সময়: বুধবার, ১৭ ডিসেম্বর , ২০২৫, ০৯:২০:১৩ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে দুই ভারতীয় নারীর কাছ থেকে ১৭ লাখ টাকা জব্দ করা হয়েছে। রবিবার (১৪ ডসিম্বের ২০২৫) বিকেলে কাস্টম কর্মকর্তারা এ টাকা জব্দ করেন।
কাস্টম সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থানার হরিদাসপুর এলাকার রিনা বৈদা (৩৭), পাসপোর্ট নম্বর-জেডএ-১৩৩২৫০ এবং বাগদা থানার কুলিয়া এলাকার মুক্তি শাহাজী (৫৬), পাসপোর্ট নম্বর-জেড ৭২৪৮৪৩৭ বিজনেস ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। বেনাপোল চেকপোস্ট কাস্টমসে পৌঁছানোর পর তাদের ব্যাগ তল্লাশি করে ১৭ লাখের অধিক টাকা উদ্ধার করা হয়।
কাস্টম কর্মকর্তারা টাকার উৎস ও বাংলাদেশে আনার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এ কারণে ডিএম (ডিটেনশন মেমো) মূলে টাকাগুলো জব্দ করা হয়। তবে পরবর্তীতে ফেরত যাওয়ার সময় টাকার বৈধ উৎস ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারলে আইন অনুযায়ী টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।
কাস্টমস অভ্যন্তরে জিজ্ঞাসাবাদে রিনা বৈদা ও মুক্তি শাহাজী জানান, বনগাঁ থেকে এক নারী তাদরেকে এ টাকা বেনাপোলে পৌঁছে দিতে বলেন। এর বিনিময়ে প্রতি লাখে ৩০০ টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। তারা আরও জানান, বেনাপোল ইমিগ্রেশন পার হওয়ার পর ভারতের ওই নারী স্থানীয় একটি ছেলের ছবি পাঠানোর কথা ছিল এবং সেই ছেলেটির কাছে টাকার ব্যাগ হস্তান্তর করার চুক্তি ছিল। ছেলেটির পরিচয় হিসেবে তারা জানান, তার চোখ ট্যারা।
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অতুল গোস্বামী বলেন, দুইজন ভারতীয় পাসর্পোটধারী নারী-যাত্রীর কাছ থেেক ১৭ লাখের অধিক টাকা উদ্ধার করা হয়েছে, যার গণনা কার্যক্রম চলমান। আইন অনুযায়ী কোনো যাত্রী এ পরিমাণ নগদ অর্থ এক দেশ থেকে অন্য দেশে বহন করতে পারবে না। একই সঙ্গে উদ্ধারকৃত টাকার বিষয়ে তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেননি। ফলে ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ প্রক্রিয়ায় টাকাগুলো ডিএম মূলে জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, র্দীঘদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে হুন্ডি ব্যবসায়ীরা এভাবেই তৃতীয় পক্ষকে বাহক হিসেবে ব্যবহার করে প্রতি লাখে ৩০০ টাকা হারে চুক্তিতে দুই দেশের মধ্যে অর্থ পাচার করে থাকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)