মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার ১৪ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন, মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওযার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল, পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহম্মদ, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাঈদ আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেম্বারে সভাপতি আখতার হোসেন, মাগুরা ২৫০ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন উদ্দিন,মাগুরার পিপি সাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষ করে আগামী নির্বাচনে জেলার কোথাও কোন আগুন সন্ত্রাস, নাশকতা না হয় তার জন্য মাগুরা পুলিশ ব্যাপক ভাবে পরিকল্পনা গ্রহণ করেছে। সভায় যানজট, আত্মহত্যা,ইফটিজিং, শিশু নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ বিষযে আলোচনা হয়। পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, মাগুরা পুলিশ মাগুরার আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে।