নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা পৌরসভার কলেজপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিউলি (৩৩) নামে এক নারী দগ্ধ হয়েছেন। সোমবার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিউলি কলেজপাড়া এলাকার বাসিন্দা মামুন হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে শিউলির দুই হাত ও মুখমণ্ডলে আগুন লেগে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বিস্ফোরণের ফলে রান্নাঘরের ভেতরে থাকা প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে চৌগাছা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।