নিজস্ব প্রতিবেদক : যশোরে পিতার সামনে অটোরিকশা চালক শহিদুল ইসলাম শহিদ (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আলিফ (১৯)কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই মাগুরা জেলার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র?্যাব সূত্র জানায়-গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সিপিসি-৩,যশোর ক্যাম্প এবং সিপিসি-২, ঝিনাইদহের একটি দল সোমবার (১৫ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে মাগুরা সদরের শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আলিফকে গ্রেপ্তার করে। এর আগে রোববার রাত ১২টার দিকে তার অবস্থান নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত আলিফ যশোর সদরের পাগলাদাহ মাঠপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
গত ১৩ ডিসেম্বর বিকেলে যশোর সদরের পাগলাদাহ মাঠপাঠপাড়া এলাকায় শহিদুলকে চাকু মেরে হত্যা করে আসামিরা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।