কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : খুলনার কপিলমুনি বাজারে উচ্ছেদের আগে সড়ক সরলিকরণের নকশা পরিবর্তনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সোমবার দুপুর ১২টার দিকে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠানে দাবি তুলে ধরেন স্থানীয় নানা-শ্রেণিপেশার মানুষ।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক দীপংকর দাশ এবং সড়ক ও জনপদ বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী তানিমুল হকের উপস্থিতিতে চলে গণশুনানি কার্যক্রম। শুরুতে কপিলমুনি বাজারে সড়ক সরলিকরণে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের অসারতা তুলে ধরেন এলাকাবাসী। তারা বলেন- কয়েক দিন আগে ভুল নকশায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বর্তমান নকশায় সড়কের বাঁক সরলিকরণ করা হলে আরও ঝুঁকিপূর্ণ দুটি বাঁকের সৃষ্টি হবে। এতে সরকারি হাসপাতাল ও ডিগ্রি মাদরাসার সামনে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। অবিলম্বে নকশা পরিবর্তন করে সড়ক সোজা করার দাবি জানান সাধারণ মানুষ। গণশুণানিতে পাইকগাছা উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ ফজলে রাব্বি, কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রি মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিরুল ইসলামসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত ভবন মালিক ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।