মাগুরা প্রতিনিধি : মাগুরা ডিবি পুলিশ সোমবার দুপুরে শহরের নতুন বাজার এলাকা থেকে সাবেক আওয়ামী লীগ নেতা ও শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিকে আটক করেছে। কুতুবুল্লাহ হোসেন মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে শ্রীপুর ফিরছিলেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশিকুর রহমান জানান, নাশকতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাকে সোমবার নতুন বাজারে এলাকা থেকে আটক করা হয়। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাগুরা-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করে শ্রীপুর যাচ্ছিলেন। এ সময় ডিবি পুলিশ তাকে আটক করে থানায় সোপর্দ করে। দুপুরেই তাকে আদালতে প্রেরণ করা হয়।