মাগুরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় ৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাগুরা-১ আসন থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল মতিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কতুবুল্লাহ হোসেন মিয়া কুটি এবং মাগুরা-২ আসন থেকে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী ও জামায়াত ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক এমবি বাকের সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ এ ৪ প্রার্থীর মাঝে মনোনয়নপত্র বিতরণ করেন।
অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে - আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকাল পর্যন্ত মাগুরা-১ ও ২ আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি । প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। এ নির্বাচনের ভোট গ্রহন হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬।