Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে স্কাউটস’র নবগঠিত কমিটির পরিচিত সভা

এখন সময়: সোমবার, ১৫ ডিসেম্বর , ২০২৫, ১১:৫৮:৩৪ পিএম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে বাংলাদেশ স্কাউটসের নবগঠিত ত্রিবার্ষিক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউটসের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি নির্বাহী অফিসার সম্রাট হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান।
প্রধান শিক্ষক তুহিন হাসান ও নিহার রঞ্জন রায়ের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, অধ্যক্ষ মহাসীন আলী, স্কাউটসের সাবেক সম্পাদক নওশের আলী, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাকসুদুর রহমান প্রমুখ।
সভায় নব গঠিত উপজেলা স্কাউটসের কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করে দেয়া হয়। এতে সভাপতি (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক বাগডাংগা দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, কমিশনার মাকসুদুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির ৩৬ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)