কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার শেষ দিনে সরকারি নলডাঙ্গা ভূষনস্কুল পরীক্ষা কেন্দ্রে উপজেলার ১৯টি বিদ্যালয়ের ৭৮৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে। পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন সরকারী ভূষনস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাও. রহুল আমিন।
সহকারী কেন্দ্র সচিব ও কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের কালীগঞ্জ উপজেলার শাখার সহ-সভাপতি ভূষন শিশু একাডেমির অধ্যক্ষ হামিদুর রহমান জানান- এ উপজেলার কিন্ডারগার্টেন এর আওতাধীন ১৯ টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের কালীগঞ্জ উপজেলার শাখার সভাপতি রফিকুল ইসলাম বলেন- এবার বৃত্তি পরীক্ষায় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণীর মোট ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। বাংলা ও ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান মিলে মোট দুইটি সাবজেক্টের উপর পরীক্ষা নেয়া হয়।