নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে যশোর শিক্ষা বোর্ডে বুধবার আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া ৪ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অফিস অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। তিনি বলেন- মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্যদিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ। এদিনটি আমাদের গৌরবের দিন। এ গৌরবকে বুকে ধারণ করে আমরা দেশকে আরো এগিয়ে নিতে কাজ করবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবু ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামান, উপপরিচালক প্রফেসর রেজাউর রহমান।
কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডকুমেন্ট) মুজিবুল হক, উপ সহকারী প্রকৌশলী কামাল হোসেন, মেন্টেনেন্স প্রকৌশলী আরিফুল ইসলাম, সেকশন অফিসার আসাদুজ্জামান বাবলু, বোর্ড শ্রমিক দল কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রাইদুল ইসলাম, সিবিএ সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। পরিচালনা করেন উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন।
আলোচনা সভা শেষে প্রফেসর ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় চার কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এরা হলেন- প্রফেসর পদে পদোন্নতি পাওয়ায় বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামান, উপপরিচালক প্রফেসর রেজাউর রহমান, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী ও উপকলেজ পরিদর্শক মুহাম্মদ রকিবুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে অফিস চত্বর থেকে র্যালি বের করা হয়।