Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে তানভীর হত্যার আসামি মুসা আটক, ককটেল ও ম্যাগজিন উদ্ধার

এখন সময়: বুধবার, ১৭ ডিসেম্বর , ২০২৫, ১১:৫১:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের শংকরপুর হাজারীগেট এলাকার সন্ত্রাসী তানভীর হত্যা মামলার প্রধান আসামি রাব্বি ইসলাম মুসাকে আটক করেছে র‌্যাব। এ সময় তার স্বীকারোক্তিতে বাড়িতে তল্লাশি করে ময়লার ভিতর ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। একই সময় তার স্ত্রী মুক্তা খাতুনের স্বীকারোক্তিতে ঘর থেকে একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর থেকে তাকে আটক করে রাতে বাড়িতে তল্লাশি করে এ ককটেল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। রাব্বি ইসলাম মুসা শহরের শংকরপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে।
র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক সাংবাদিকদের জানিয়েছেন, তানভীর হত্যাকান্ডের পর এই মামলার আসামিদের আটকের জন্য র‌্যাব তৎপর হয়। সেই সূত্রে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মণিরামপুরে সন্ত্রাসী মুসার অবস্থান সনাক্ত করে তাকে আটক করা হয়।
মুসার স্বীকারোক্তিতে তার শংকরপুরের বাড়িতে তল্লাশি করে ময়লার ভিতর থেকে পাঁচটি ককটেল ও স্ত্রী মুক্তা খাতুনের স্বীকারোক্তিতে ঘর থেকে একটি ম্যাগজিন উদ্ধার করা হয। এ ঘটনায় রাব্বি হাসান মুসার স্ত্রী মুক্তা খাতুনকে র‌্যাব হেফাজতে নেয়।
উল্লেখ্য গত ৬ ডিসেম্বর দিবাগত রাতে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয় শংকরপুর হাজারীগেট কলোনি পাড়ার মিন্টু গাজীর ছেলে ৬ মামলার আসামি তানভীর। এ হত্যা মামলার প্রধান আসামি রাব্বি হাসান মুসা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)