নিজস্ব প্রতিবেদক : ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে মঙ্গলবার রাতে যশোরের আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ১৮ নেতাকর্মীকে আটক করেছে। সাইবার ইনভেস্টিগেশন সেলসহ বিভিন্ন সহযোগিতায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-যশোর সদরের ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য পাকদিয়া গ্রামের হোসেন আলী, চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দুর্গাপুর গ্রামের সাইফুর রহমান অভি, চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, বাঘারপাড়ার দয়রামপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন, নারিকেলবাড়িয়ার সুরঞ্জিত অধিকারী, রাধানগরের আলমগীর হোসেন, অভয়নগরের চেঙ্গুটিয়ার শহিদুল ইসলাম, ঝিকরগাছার গৌরসুটি গ্রামের আজগর আলী, শুকুরখোলা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে নুর ইসলাম, শার্শার খলসী গ্রামের সিদ্দিকুর রহমান, কাজীরবেড় গ্রামের মোশারফ হোসেন, শিকারপুর গ্রামের শিল্পী রাহমন, আমলাই গ্রামের শামসুজ্জামান বুলু।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, অপরাধীদের ধরতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক ৫ জনকে কোতোয়ালি থানা সোপর্দ করা হয়েছে।
অপর দিকে জেলার বিভিন্ন থানার পুলিশ ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযান চালায়। মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এরআগে সোমবার রাতে অভিযান চালিয়ে জেলা পুলিশ ১৯জনকে আটক করেছিল।