ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন- মেধা ভিত্তিক তারুণ্য নির্ভর সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও নৈতিক অবক্ষয়মুক্ত সমাজ গড়তে প্রতিটি এলাকায় খেলাধুলার বেশি বেশি আয়োজন করতে হবে।
বুধবার বিকালে ফুলতলা উপজেলার গাড়াখোলা স্কুল মাঠে গাড়াখোলা গ্রাজুয়েশন ক্লাব আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ম্যাগাজিন অনুষ্ঠানের সমাপনী দিনে সব প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার খালেদুর রহমান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, মাস্টার সানোয়ার মোড়ল, মাস্টার মোশারফ হোসেন, জাতীয় ক্রীড়াবিদ মোঃ আফসার বিশ্বাস, লুৎফর বিশ্বাস প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।