ক্রীড়া প্রতিবেদক : যশোরে আজ বৃহস্পতিবার) শুরু হবে কিউট পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। গত রোববার পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। সভাটি হয় শামস্-উল-হুদা স্টেডিয়ামের হ্যান্ডবল পরিষদের কক্ষে। অংশ নেয়া ক্লাব প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারন ও ফিকচার করা হয়। খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব হিমাদ্রী সাহা মনি জানান, প্রতিযোগিতাটি হবে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়। পুরুষ ও নারী উভয় গ্রুপে ৯ টি করে দল অংশ নেবে। এরই মধ্যে ৩ টি করে গ্রুপ করা হয়েছে। তিন গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল সুপার থ্রিতে খেলবে। সুপার থ্রিতে সবাই সবার সাথে খেলবে। এখান থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোচ্চ অর্জনকারী দল রানার্স আপ হবে। তিনি আরও বলেন,আজ সকালে ২ টি খেলা হবে। তবে, বিকেল সাড়ে ৩ টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে প্রতিযোগিতার। উদ্বোধন করবেন যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। বিশেষ অতিথি থাকবেন জেলা ভিত্তিক লিগ কমিটির সমন্বয়কারী সাঈদ আহমেদ, যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এ জেড এম সালেক ও ক্রীড়া সংগঠক শেখ হাফিজুর রহমান লাবু। সভাপতিত্ব করবেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় মুস্তাক নাসির টনি। এ উদ্বোধনী খেলায় অংশ নেবে ঘোপ ক্রীড়া চক্র ও শাহাদৎ স্মৃতি সংঘ। প্রতিযোগিতার সব খেলা হবে শামস্-উল-হুদা স্টেডিয়ামে পূর্ব পাশে।