নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মো. সোলাইমান, ওয়ালিউর রহমান, নজরুল ইসলাম, শাহাদাত হোসেন, রিপা পারভীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে খতমে কুরআন অনুষ্ঠিত হয়। পরে বিশেষ দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মনিরুল ইসলাম। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।