Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রী আটক

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর , ২০২৫, ১২:২১:২৪ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে আবুল কালাম আজাদ (৪৯) নামে এক পাসপোর্টধারী যাত্রী আটক হয়েছে। তার পাসপোর্ট নম্বর: এ ০১১৪৭২৮৭।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন।
আটককৃত আবুল কালাম আজাদ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা দাউদ হোসাইনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশন সূত্র জানায়, পাসপোর্ট যাচাইয়ের সময় ইমিগ্রেশন সার্ভারে আবুল কালাম আজাদের নাম স্টপলিস্টে পাওয়া যায়। এরপর তাকে ইমিগ্রেশন কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। যার নম্বর: ১৩, তারিখ: ১৭ ডিসেম্বর-২৪, জিআর নম্বর: ২৭৩। মামলাটি বিস্ফোরক আইন, ১৯০৮-এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মামলার তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত হওয়ার পর বিকেল ২টা ২০ মিনিটে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)