Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাদি স্মরণে যশোর এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন, মৌন মিছিল

এখন সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর , ২০২৫, ১১:৩৬:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ওসমান হাদির স্মরণে মোমবাতি প্রজ্বালন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে ওসমান হাদির স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মোমবাতি হাতে নিয়ে কয়েক মিনিট নিরবতা পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। একটি সংগঠনের সক্রিয় কর্মীকে এভাবে হত্যা করে পার পাওয়া যাবে-এমন সংস্কৃতি কখনোই মেনে নেয়া যায় না। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)