Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরার মঘী মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা, মেলা

এখন সময়: বুধবার, ২৪ ডিসেম্বর , ২০২৫, ০৮:০১:৫৩ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের মঘীর মাঠে শনিবার বিকালে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ উপলক্ষে মঘীর মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ মেলা দেখতে মঘী ইউনিয়নের পার্শ্ববর্তী ১০ গ্রামের হাজার হাজার মানুষ ভিড় করে মাঠে। বিকাল থেকে শুরু হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। একে একে পাঁচবার হয় এ ঘোড় দৌড়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় দেখতে মঘী মাঠে দুপুরের পর থেকেই ভিড় করে হাজার হাজার নারী,পুরুষ,শিশু, কিশোর, যুবক-যুবতী, নানা বয়সী মানুষ। সত্যপুর গ্রামের ইউসুফ আলী জানান, প্রতিবছর হেমন্তের ধান কাটা শেষে মঘীর এ মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। আমরা গ্রামের মানুষেরা একটু আনন্দ পেতে এ ঘোড় প্রতিযোগিতা দেখে থাকি । এখানে আমাদের পরিবারের ছেলেমেয়েরা আনন্দ উৎসব করে। মঘী গ্রামের ওয়াজেদ আলী বলেন- দীর্ঘ ২২ বছর ধরে মঘীর এ মাঠে ঘোর দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে। শুধু ঘোড় তোর নয় এখানে দুইদিন ব্যাপী বসে মেলা। এ মেলায় পাওয়া যায় হারেক রকম জিনিস। নানা বয়সী ছেলেমেয়েরা এই মেলায় কেনাকাটা করে। পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ আসে এই মেলায়। মেলার আয়োজক কমিটির অন্যতম সদস্য খায়রুজ্জামান সবুজ জানান, প্রতি বছর ধান কাটার পরে মঘী মাঠে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়,বিচার গান,মঞ্চ নাটক ও ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ বারের আয়োজনে কোন ব্যতিক্রম ঘটেনি। এবার মেলা হবে দুইদিন। মেলাকে ঘিরে নানা দোকানীরা তাদের পরসা সাজিয়ে বসেছে মাঠে । এবার ঘোড়দৌড় প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরে ২১ টি ঘোড়া অংশ নেয়। ঐতিহ্যবাহী মঘী ৩১ তম এ ঘোড় দৌড় ও আনন্দমেলার প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক আলি আহমদ। মেলার উদ্বোধক ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মঘী ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ হোসেন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ। অনুষ্ঠানের সভাপতি করেন মো: জাহিদুল ইসলাম। মঘী এলাকাবাসীর আয়োজনে মেলার সমাপনী হবে রবিবার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)