ফরহাদ খান, নড়াইল : নড়াইল-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক নাজমুল হাসান উজ্জ্বল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নির কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাচন অফিসার মঈনুল হক, জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম, ফারহাজ রানা, ইমামুল মোল্যা, এস এম ইরফানুল বারী উজ্জ্বল, মোহাম্মদ আকাশ শেখ, নুর ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নাজমুল হাসান উজ্জ্বল বলেন, ‘নড়াইল-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি রাজনীতি করতে এসেছি ক্ষমতার লোভে নয়, বরং সাধারণ মানুষের কথা বলার জন্য। তরুণ সমাজ, জুলাইযোদ্ধা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে জবাবদিহিমূলক ও মানবিক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।’
এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন ও নাগরিক অধিকার নিশ্চিতকরণে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন। নির্বাচিত হলে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।