Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

এখন সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর , ২০২৫, ১১:০৩:২১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর শহরের জয়তি সোসাইটির মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক ও বিকশিত নারী নেটওয়ার্ক যশোর জেলা কমিটির আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ সভায় জেলার সুধীজনরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক যশোর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহা বেগম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফিরোজা বুলবুল কলি, সভাপতি বিকশিত নারী নেটওয়ার্ক। সভায় অতিথি হিসেবে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো: খোরশেদ আলম এবং জেলা সমন্বয়কারী মো. গিয়াস উদ্দিন।
এ সংলাপে যশোর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন মো: জাকির হোসেন, সভাপতি যশোর জেলা ইমাম সমিতি, আনোয়ারুল কবির নান্টু, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক লোকসমাজ, ড. মোস্তাফিজুর রহমান, প্রাক্তন প্রফেসর, এমএম কলেজ যশোর, মো; মোদাচ্ছির হোসেন, অধ্যক্ষ যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, খায়রুল আনাম, অধ্যক্ষ এমএসটিপি স্কুল এন্ড কলেজ, অর্চনা বিশ্বাস, নির্বাহী পরিচালক, জয়তী সোসাইটি সহ সজুন-সুশাসনের জন্য নাগরিক যশোর জেলা ও যশোরের বিভিন্ন উপজেলার কমিটির সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৭৫ জন প্রতিনিধি এই সভায় তাঁদের মতামত ব্যক্ত করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান নান্নু।
সভা শেষে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে বেশ কিছু সুপারিশ উত্থাপন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)