নিজস্ব প্রতিবেদক : ঝিকরগাছায় কাউরিয়া গ্রামে হাঁসের খামার থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার মামলার প্রধান আসামি ডাকাত সোহাগ খানকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে যশোর শহর থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই অলক কুমার দে সাংবাদিকদের জানিয়েছেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুসলিম একাডেমী এলাকার হ্যান্ডেল লাইট ক্যাফে রেস্টুরেন্টের সামনে থেকে সোহাগ খানকে আটক করা হয় । আটক সোহাগ খান ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর এলাকার আব্দুল আজিজ খানের ছেলে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে পুলিশ যৌথভাবে কাউরিয়া আউলিয়া পাড়ায় ডাকাত চক্রের হোতা সোহাগ খানের হাঁসের খামারে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপুল দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, পুলিশের ব্যবহৃত পোশাক, খেলনা পিস্তল, মদের বোতল ও যৌনতা সংশ্লিষ্ট উপকরণ উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়। কৌশলে পালিয়ে যান সোহাগ খানসহ আরো কয়েকজন। এ ঘটনায় করা মামলা সোহাগ খান ছিল প্রধান আসামি।