নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় কথিত ধর্ম অবমাননার অভিযোগে নৃশংস বর্বরতায় দিপু চন্দ্র দাসসহ বিভিন্ন হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকালে যশোর শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
জেলা, সদর ও পৌর শাখা কমিটির উদ্যোগে জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল সমাদ্দার, অ্যাড. প্রশান্ত দেবনাথ, যুগ্ম সম্পাদক রতন আশ্চর্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ দত্ত, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক অলক ঘোষ, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, পৌর পূজা পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ প্রমুখ।